মিশন ২০১১ যাত্রা হলো শুরু

২০১১ সালের মধ্যে সারাদেশে ৪০ হাজার টেলিসেন্টার স্থাপনের উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক৷ এ বিষয়টিরই আদ্যোপান্ত নিয়ে আমাদের এবারের প্রচ্ছদ প্রতিবেদন৷

২০১১ সালের মধ্যে সারাদেশে ৪০ হাজার টেলিসেন্টার স্থাপনের লক্ষ্যকে সামনে রেখে গত ৬ ডিসেম্বর যাত্রা শুরু করেছে বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্কের মিশন ২০১১৷ মূল উদ্দেশ্য গরিব ও প্রান্তিক মানুষের জন্য তথ্যপ্রযুক্তি ভিত্তিক টেকসই তথ্য ও জ্ঞান ব্যবস্থা বিনির্মাণ৷ তবে বিরাজমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মাত্র ৪ বছরে সারাদেশে ৪০ হাজার টেলিসেন্টার স্থাপনের বিষয়টিকে বাস্তবভিত্তিক মনে করছেন না অনেকেই৷ প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ একে উচ্চাভিলাষী পরিকল্পনা বলে আখ্যায়িত করেছেন৷ তার পরেও তিনি মনে করেন, এটা অর্জন অসম্ভব নয়৷ বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক তথা বিটিএন কর্মকর্তারাও মনে করেন, পরিকল্পনাটি উচ্চাভিলাষী মনে হলেও কাজটি যে শুরু করা গেছে এটাও বড় একটি বিষয়৷